Call

আপনার প্রশ্নটি সঠিক ভাবে বুঝা যাচ্চে না

Talk Doctor Online in Bissoy App
Call

প্রথম যৌন মিলনে unwanted খেলে যেমন পার্শপ্রতিক্রিয়া পরের যে কোনো বারের মিলনে খেলে এরকমেই পার্শপ্রতিক্রিয়া। এটা হচ্ছে ইমারজেন্সি পিল। শুধুমাত্র অনাকাঙ্খিত গর্ভধারণ এড়াতে খাওয়া হয়|তাই বলে অতিমাত্রায় খেলে নানাবিধ সমস্যার পাশাপাশি গর্ভধারণে বাধা আসতে পারে। রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের পিল সেবন করলে চিরতরে উক্ত মহিলা কোনোদিন আর মা নাও হতে পারে। তাই আশাকরি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের পিল সেবন করবেন না।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

না এটা আপনার ভুল ধারনা।এমনি টি কখনোই হবে না তবে হ্যা যদি আপনি ইমার্জেন্সি পিল গুলো খুব অতিরিক্ত সেবন করে মাসে ৩/৪ টা বা এক মাসের মাসিক ক্লিয়ার না হতেই আবার ইমার্জেন্সি পিল খান তাহলে মাসিক অনিয়মিত হবে। এবং পরবর্তীতে সন্তান আটকানো খুব কষ্টসাদ্ধ হবে অর্থাৎ স্ত্রীকে প্রেগন্যান্ট করানো সম্ভব হবে না যতদিন না মাসিক নিয়মিত না হয় ততদিন।  আশা করি বুঝতে পারছেন।তাই ইমার্জেন্সি পিল সেবন বন্ধ করুন।

Talk Doctor Online in Bissoy App