Call

N2 + 3H2<==> 2NH3 +তাপ বিক্রিয়াটি লক্ষ্য করলে দেখা যায় এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। লা শাতেলিয়ার নীতি অনুসারে তাপ প্রদান করা হলে সাম্যাবস্থা ডান দিকে বা NH3 উৎপন্ন হবার কথা কিন্তু বিক্রিয়া তার উল্টোটা করবে অথাৎ তাপ প্রদান করা হলে বিক্রিয়া শোষিত হবে বা ঠান্ডা হবে বা বাম দিকে সরে আসবে পক্ষান্তরে তাপ যদি হ্রাস করা হয় বা ঠান্ডা করা হয় তাহলে বিক্রিয়া তার উল্টোটা করবে অথাৎ সাম্যাবস্তা ডানে অগ্রসর হবে *আশা করি এই কিছু কথার পর অন্য কথা গুলো ভাল ভাবে বুঝতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ