Call

আপনি আগে দোকান থেকে প্র্যাকটিক্যাল এর বই নিবেন। তারপর যেসব সাব্জেক্ট এর প্র্যাকটিক্যাল আছে যেগুলোর প্রতিটির জন্য আলাদা আলাদা প্র্যাকটিক্যাল খাতা নিবেন। তারপর বই থেকে দেখে দেখে প্রতি সাব্জেক্ট এর ১০ টি করে প্র্যাকটিক্যাল করে নিবেন,চিত্র সহ। করার পরে যেকোনো সার দিয়ে প্রতি টি প্র্যাকটিক্যাল এ সাক্ষর নিয়ে নিবেন। আর প্রতিটি প্র্যাকটিক্যাল এর তারিখ এর ব্যবধান ১ মাস এর কম বেশী করে রাখবেন। ক্লাস ৯ এর জুন মাস থেকে শুরু করতে পারেন। ক্লাস এ স্যার এরা সাক্ষর নিয়ে অনেক ভয় দেখায়,কিন্তু তেমন কিছু ই না। যেকোনো স্যার এর সাক্ষর হলেই হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ