ইসলামি উত্তরাধিকার আইন অনুযায়ী মৃত পুত্রের স্ত্রী তথা পুত্রবধূ কখনোই শ্বশুরের ওয়ারিশ হবে না। আর পুত্রের সন্তানেরা তথা নাতিরা দাদার ওয়ারিশ হবে আসাবা হিসেবে। আর আসাবারা ওয়ারিশ হয় যাবিল ফুরুজ (যাদের অংশ কুরআন কর্তৃক নির্দিষ্ট। যেমন, মা, বাবা, বোন, মেয়ে, স্ত্রী ইত্যাদি) কেউ না থাকলে। কিন্তু যদি যাবিল ফুরুজ থাকে, তাহলে যাবিল ফুরুজের অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি তারা পাবে। তবে যাবিল ফুরুজকে দেওয়ার পর যদি কোনো সম্পত্তি না থাকে, তাহলে তারা বঞ্চিত হবে। তেমনিভাবে তাদের চেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত কোনো আসাবা থাকলেও তারা বঞ্চিত হবে। যেমন, আপনার এই নাতিদের সাথে যদি অন্য কোনো ছেলেও থাকে, তাহলে নাতিরা আপনার ছেলে তথা তাদের চাচার সাথে সম্পত্তি পাবে না; বরং বঞ্চিত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ