Call

হাদিসে দাজ্জালের অনেক বর্ণনা দেওয়া আছে। হাদিস গুলো পড়লে মনে হয় দাজ্জাল একজন বিশেষ ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু অধিংকাশ আলেম সেই হাদিস গুলো পর্যালোচনা কারার পর, প্রমাণ করেছে যে দাজ্জাল কোনো বিশেষ ব্যক্তি নন। বরং ইহুদী খ্রিস্টান সভ্যতা তথা প্রযুক্তিই হলো দাজ্জাল। আপনি এসম্পর্কে জানতে চাইলে, হিজবুত তাওহীদের দাজ্জাল নামক একটি ভিডিও ডুকমেন্ট আছে। ডুকুমেন্টটি ১ঘন্টা ৩ মিনিটের । ঐ ডুকুমেন্টটি দেখুন, আশা করি দাজ্জাল সম্পর্কে আমার ভ্রান্তি গুলো দূর হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দাজ্জাল একজন ব্যাক্তি। নবীজী (সঃ) এর সময় দেখা গিয়েছিল একটা দ্বীপে হাত পায়ে শিকল পরা অবস্থায়। তখন নবীজী তার সাহাবিদের বলেছিল সাবধান এই দাজ্জাল থেকে। দাজ্জাল পৃথিবীর সর্বোচ্চ ফেৎনা সৃষ্টিকারী সন্ত্রাস। ইমাম মাহাদি (আঃ) আগমনের ৭ম অথবা ৯ম বর্ষে দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল মানুষের ঈমান ধ্বংশ করে দেবে। জান্নাতকে জাহান্নাম ও জাহান্নামকে জান্নাত দেখাবে। এরপর দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে। *দাজ্জালের ১চোখ কানা* থাকবে। অবশেষে দাজ্জাল ঈশা (আঃ) এর হাতে মারা পরবে। বি.দ্র. দাজ্জালের হাত থেকে বাঁচতে সুরা ক্বাহাব ১ম ১০ আয়াত,শেষ ১০ আয়াত পরতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ