আমার ফনে 3জি, 2জি ও ৪জি আসা যাওয়া করে। কোনো সমসয় আবার H+ দেখায় কিন্তুু নেটওয়ার্ক এর কোঠি পুরো থাকে না, এখন কি আমার নেটওয়ার্ক এ কোনো সমস্যা আছে??আবার Symphony ফনগুলোতে সব গুলো কোঠি দেখায়,,, একি জায়গায়,,,,
Share with your friends

ফোনের নেটোয়ার্ক আইসি দূর্বল হয়ে গেলে এমন সমস্যা দেখা দেয়। এছাড়া সূক্ষ্ম নেটোয়ার্ক এ্যান্টেনার দূর্বলতার জন্যও এমন হয়। অর্থাৎ ফুলি নেটওয়ার্ক রিসিভ করতে পারেনা। এতে করে নেটওয়ার্ক অনেক আপ ডাউন করে। আবার অনেক সময় কিছু লোকেশনে কাভারেজ হারিয়ে যায়। যেহেতু একই লোকেশনে আপনার ফোনের নেটওয়ার্ক ফুল থাকেনা কিন্তু অন্যটির থাকে এতে বোঝায় যাচ্ছে আপনার ফোনে এরূপ কোন সমস্যা আছে। পুরোপুরি নষ্ট না হবার জন্য আমরা এই সমস্যাগুলি বুঝে উঠিনা অনেক সময়। ভাবি নেটওয়ার্ক সমস্যা বা ফোনে নেট ডিস্টার্ব দিচ্ছে। তবে বিষয়গুলি কিছুটা সূক্ষ্ম। আবার তৈরি থেকেই কিছু কিছু ফোনের আইসি অন্য ফোন থেকে দূর্বল হয়। সেগুলি স্বাভাবিক অর্থাৎ সেটা সমস্যার জন্য না।

Talk Doctor Online in Bissoy App