প্রেমিকা আমার ফুফাতো বোন,দুজন দুজনকে অনেক ভালোবাসি,আমি তার থেকে বয়সে বড় কিন্তু পড়াশোনায় কারণবশত  ৪ বছর পিছিয়ে আছি, এখনো বেকার,তার বিয়ের কথাবার্তা চলছে, আবার আমরা মোটামোটি একই ফেমেলিতে হওয়ায় আমাদের বিয়ে মানবে কিনা  এ নিয়ে দিধাদন্ডে আছি,তার বাবা ফেমেলির কারও সাথে বিয়ে দিবেনা আগেই বলেছে,এই মুহূর্তে সহজে কি করা যায়  তা নিয়ে পরামর্শ চাই? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভাই আগে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা বিয়ে করার জন্য ready । তারপর আপনি আপনার পরিবারে আগে আপনাদের কথা বলুন । রাজি করানোর চেষ্টা করুন । আপনার পরিবার যদি রাজি থাকে তবে আপনার পরিবারই মেয়ের পরিবারকে রাজি করাবে । তাই আপনি আগে আপনার পরিবারকে জানান ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

প্রথমত বলি যে রক্তের সম্পর্কের কাউকে বিবাহ করা ঠিক না।  আর   আত্মীয়তার  মধ্যে  আরো আত্মীয় করলে আগের আত্মীয়তার সম্পর্ক থাকে না বা নাও থাকতে পারে। অর্থাৎ আপনারদের বিয়ের পর কোন এক কারনে বা দেনা পাওনার কারনে আপনার পরিবার ও তাদের পরিবারের সাথে  কথা কাটাকাটির মাধ্যমে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে। ভাই এটা আমার নিজের অবিজ্ঞতা ও চোখের দেখা প্রমান। যা অনেক কয়েক জায়গায় দেখেছি । মানলাম আপনারা দুইজনেই দুজনকে ভালোবাসেন কিন্তু এটা সুধু মোহ হতে পারে। কিন্তু হ্যা ঐ মেয়েটির অন্য যায়গায় বিয়ে হলে কয়েক দিনের মধ্যে নিজেকে মানিয়ে নিবেন। আর এমনিতেই আপনি ঐ মেয়ের চেয়ে অনেক পিছিয়ে আছেন আর এ কারনেই তাদের পরিবার রাজি হবে না হয়তো।  দেখুন ভাই বিয়ে শুধু ছেলে মেয়ে দুই জনের মধ্যে হয় না তাদের সাথে ছেলে মেয়ের  দুইটি পরিবারেও বিয়ে হয়।   আপনি  ভাবছেন আপনি মেয়েটাকে বিয়ে করবেন কিন্তু আপনাদের পরিবার ভাবছে কিভাবে মেয়ের পরিবারের সাথে আপনার পরিবারে মিল হয়। ভাই আপনার পরিবার কে জানিয়ে দিন সব কথা তারা যদি চায় তাহলে  আপনি বিয়ে করুন। তানা হলে তাকে ভুলে যাওয়াই সব থেকে ভালো হবে বলে আমি মনে করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ