সব গুলো সংঞসং সহ  বিস্তারিত জানতে চাই?
শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

নাকের মূল হতে নির্গত আওয়াজকে গুন্নাহ্ বলা হয়। অনেকটা বাংলা চন্দ্রবিন্দু উচ্চারণের মতো গুন্নাহ্ উচ্চারিত হয়।কোন কোন অবস্থায় গুন্নাহের সহিত পড়তে হয় নিচে তার সম্পূর্ণ তালিকা দেওয়া হয়েছে : যেসব গুন্নাহ্ ১ হরকত (সাভাবিক একটি হরফউচ্চারণ করতে যে সময় লাগে) বা ½ আলিফপরিমান  লম্বা করে পড়তে হবে : নুন সাকিন (نْ) মিম সাকিন(مْ) যেসব গুন্নাহ্ ২ হরকত বা ১ আলিফ পরিমান লম্বা করে পড়তে হবে : বি দ্র. এই শ্রেণীর গুন্নাহ্ কে হদরের সহিত অর্থাৎ দ্রুত গতিতে পড়ার সময় দেড় হরকত পরিমানও লম্বা করা যাবে।  ইখফা ইদগামে বা গুন্নাহ ইকলাব ইখফায়ে শফওয়ী ইদগামে মিসলাইন সগির যেসব গুন্নাহ্ ৩ হরকত বা দেড় আলিফ পরিমান লম্বা করে পড়া যাবে : বি দ্র. এই শ্রেণীর গুন্নাহ্ কে ২ হরকত বা ১ আলিফ পরিমানও লম্বা করা যাবে।  নুন মুশাদ্দাদ (نّ) انّهم মিম মুশাদ্দাদ مّ (وامّا من أوتی এগুলোকে ওয়াজিব গুন্নাহ ও বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ