RushaIslam

Call

সরকারী অনুমোদন প্রাপ্ত কলেজকেই সরকারী কলেজ বলে।।আর সিটি কলেজ বলতে বেসরকারি কলেজ বুঝায়। বেসরকারি ভাবে বা প্রাতিষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত কলেজকেই বেসরকারি কলেজ বলে। সুবিধা অবশ্যই সরকারি তেই বেশি। সরকারি কলেজে খরচ তুলনামূলক কম এবং শিক্ষার মানও যথেষ্ট ভাল। সরকারি কলেজগুলিতে ল্যাব থাকে যা অনেক বেসরকারি কলেজেই দেখা যায়না,আর দেখা গেলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব থেকেই যায়।

Talk Doctor Online in Bissoy App