Call

অতিরিক্ত সাবজেক্টের মার্ক যদি ৫০ হয়।আর আপনি যদি ৪০ এর বেশি পান অর্থাৎ ধরেন আপনি পেলেন ৪৭।এখন এই ৭ অন্য মেইন সাবজেক্টের সাথে যুক্ত হবে,যেগুলোতে কম পেয়েছেন।আর যদি অতিরিক্ত সাবজেক্টের মার্ক ১০০ হয়,তবে যদি আপনি ৮০ এর উপরে পান.ধরেন আপনি ৯০ পেলেন এখন,এই ১০ অন্য মেইন সাবজেক্টে যোগ হবে,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফোর সাব্জেকটের মার্ক যোগ হবে না বরং বোর্ড কর্তৃক কেটে নেওয়ার পর যেই পয়েন্ট বাকি থাকে তা বাধ্যতামূলক সাব্জেক্টের মোট পয়েন্টের সাথে যোগ হবে।  মনে করেন, আপনি অপশনাল বিষয় বাদ দিয়ে বাকি সব বিষয় মিলে মোট পয়েন্ট পেলেন ৪৭। আর অপশনালে পেলেন ৫ পয়েন্ট। এক্ষেত্রে বোর্ড কর্তৃক অপশনাল থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পর বাকি থাকে আরো ৩ পয়েন্ট। এই ৩ পয়েন্ট আপনার অন্যান্য বিষয়ের মোট পয়েন্টের সাথে অর্থাৎ ৪৭ এর সাথে যোগ হবে। এবার অপশনালের পয়েন্ট সহ মোট যত পয়েন্ট হবে তার ভিত্তিতেই গ্রেড করা হবে।  উল্লেখ থাকে যে, অপশনাল বিষয়ের মার্কসগুলো অন্যান্য বিষয়ের সাথে বণ্টন করা হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোন সাবজেক্টের সাথে যোগ হবে না।আপনার মোট জিপিএ এর সাথে যোগ হবে।gpa ৫হলে ৩। এইভাবে ২ কেটে রাখা হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ