২০১৯ সালের বিশ্বকাপে ব্যাটসম্যানরা মোট ২২৪৩৫ রান করেছেন এবং বোলাররা মোট ৬৭৭টি উইকেট পেয়েছেন। তথ্যসূত্র: অাইসিসির অফিসিয়াল অ্যাপস।

image
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
২০১৯ বিশ্বকাপে মোট রান হয়েছে ২২৪১২ টি। যার মধ্যে ১১৭১ রান এসেছে এক্সট্রা থেকে। তাই ব্যাটসম্যানরা মিলে রান করেছে ২১২৪১ রান। মোট বল হয়েছে ২৪০৫১ টি অথবা ৪০০৮.৩ ওভার।
২০১৯ বিশ্বকাপে মোট উইকেট পড়েছে ৬৭৩ টি যার মধ্যে ৩৭ টি রান আউট। অতএব বোলাররা মিলে উইকেট পেয়েছে ৬৩৬ টি।
বি.দ্র. উপরের তথ্যে ফাইনাল ম্যাচের সুপার ওভারের পরিসংখ্যান যোগ করা হয়নি। সুপার ওভারের রান অথবা উইকেট ব্যাটসম্যান অথবা বোলারের রেকডস এ যুক্ত হয়না। সুপার ওভারে
ইংল্যান্ড ১৫/০, ১ ওভারে (কোনো এক্সট্রা নেই) এবং নিউজিল্যান্ড ১৫/১, ১ ওভারে (১ টি এক্সট্রা; রান আউট)
তথ্যসূত্র : এই লিংকে গিয়ে স্কোরকাড দেখুন ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ