আপন জননীদের বিয়ে করা  প্রযোজ্য নয়, আপনার প্রশ্ন অনুযায়ী, নিজের ছেলের শ্বাশুড়িকে কি কেউ বিবাহ করতে পারবে, এখানে কেউ বলতে অন্য কাউকে বুঝায়, জ্বি  অন্য কেউ বিবাহ করতে পারবে,আপন জন ছাড়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নিজের ছেলের শ্বাশুড়িকে সুরা নিসার ২৩ নাম্বার আয়াতের শর্ত সাপেক্ষে অন্য কেউ বিবাহ করতে পারবে। তবে মহিলাটি তালাক প্রাপ্তা বা বিধবা হতে হবে। কিন্তু ছেলে আপন শ্বাশুড়িকে বিবাহ করতে পারবে না। আল্লাহ তায়ালা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের শাশুড়িদের। (সুরা নিসাঃ ২৩)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যাঁ, নিজ ছেলের শাশুড়ি তথা বেয়াইনকে বিয়ে করা জায়েজ আছে। কারণ, কুরআনে যে চৌদ্দ শ্রেণির মহিলাদেরকে বিয়ে করা হারাম বলা হয়েছে, বেয়াইন তাদের অন্তর্ভুক্ত নয়। তাই বেয়াইনকে বিয়ে করা জায়েজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তোমাদের জন্য হারাম করা হয়েছে  তোমাদের মা , মেয়ে , বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে , দুধমাতা, দুধবোন,   শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সংগত হয়েছ তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে, যারা তোমাদের অভিভাবকত্বে আছে , তবে যদি তাদের সাথে সংগত না হয়ে থাক তাতে তোমাদের কোন অপরাধ নেই। আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত ছেলের স্ত্রী  ও দুই বোনকে একত্র করা, আগে যা হয়েছে, হয়েছে । নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সুরা নিসা-২৩  আলোচ্য আয়াতের আলোকে ছেলের শ্বাশুড়িকে  বিয়ে করা যাবে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ