কুরআন হাদিসের আলোকে দলিল প্রমাণসহ বিস্তারিত বুঝিয়ে বলুন।
শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

ইসলামে একজন পুরুষ একই সময়ে চারটি বিয়ে করতে পারবে, তাও লাগামহীন ভাবে নয়৷ আল্লাহ পাক যে আয়াতে চার বিবাহের অনুমতি দিয়েছে, ঠিক একই আয়াতে  স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করারও আদেশ দিয়েছেন৷ -কোরানে আল্লাহ বলেন-  আর যদি তোমাদের এ আশঙ্কা থাকে, যে তোমরা এতিম (মহিলা)-দের সাথে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে সাধারণ নারীদের মাঝ থেকে তোমাদের যাঁদের ভাল লাগে, তাঁদের দুইজন, তিনজন কিংবা চারজনকে বিয়ে করে নাও। কিন্তু যদি তোমাদের এই ভয় হয়, যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, তাহলে তোমাদের জন্য একজনই যথেষ্ট। কিংবা যে তোমাদের ডান হাতের অধিকারভূক্ত; তাঁকেই যথেষ্ট মনে করে নাও। সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্য এটাই হচ্ছে সহজতর পন্থা।" — কুরান, সুরা ৪ (আন নিসা), ৩য় ভিন্ন ভিন্ন  সময়ে  (মানে আগের স্ত্রী তালাকপ্রাপ্ত হওয়ার পর আর এক স্ত্রী গ্রহণ করা বা এভাবে চার এর চেয়ে বেশি বিবাহ করা জায়েজ আছে৷)     

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ