magnesium

Call

না একদমই না।ভূমিতে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মি/সে বেগে বাড়তে থাকে।বিমান যতো উপরে উঠতে থাকবে বিমানের ওপর অভিকর্ষজ ত্বরণ কমতে থাকার কারণে ওজনও কম হবে।ওজন =ভর×অভিকর্ষজ ত্বরণ।ত্বরণ কমতে থাকা মানে ওজন কমতে থাকা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdAbuSaeed

Call

পৃথিবীর অভ্যন্তরে থাকলে ওজনের কোনো পরিবর্তন হবে না। কারণ অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক। কিন্তু সময়ের সাথে সাথে জালানি ব্যাবহার এর ফলে ভর কমে যায়। এর কারণে ওজন কিছুটা কম হতে থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ওজন বাড়বে।কারন,দুরত্ব বৃদ্ধির সাথে সাথে বিভবশক্তি বৃদ্ধি পায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবে বিমানের ওজন তত কমতে থাকবে। কারণ পৃথিবীপৃষ্ঠে অভিকষজ ত্বরণ g এর মান 9.8ms-2 হলেও ভূপৃষ্ঠ থেকে উপরে যাওয়ার সাথে সাথে g এর মান কমতে থাকে। তাই ওজন (mg) এর মান ভূপৃষ্ঠের ওজন থেকে কম হবে। তবে এত কম ওজন কমবে যেটা না ধরলেও চলে। খুব বেশি কমবে যদি বিমান অনেক বেশি উপরে ওঠে।
এখন ধরি বিমানটি পৃথিবীপৃষ্ঠ থেকে r=100000m উচ্চতায় আছে। যদি
G=মহাকষীয় ধ্রুবক,
M=পৃথিবীর ভর,
R=পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব=6000000m(প্রায়),
m=বিমানের ভর এবং
পৃথিবীপৃষ্ঠে অভিকষজ ত্বরণ g=9.8 ms-2 হয়
তাহলে 100000m উচ্চতায় অভিকষজ ত্বরণ g'
=GM/(R+r)2
=GM/{R2*(1+r/R)2}
=g/(1+r/R)2 [g=GM/R2]
=9.8/(1.016)2
=9.49 ms-2
তাহলে বিমানের ওজন ভূপৃষ্ঠে W=mg=9.8m N এবং
100000m উপরে ওজন W'=mg'=9.49m N
এখন, 9.49m N < 9.8m N । অথাৎ ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে বিমানের ওজন কমতে থাকবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ