বিশ্বকাপে নিউজিল্যান্ডের কোনো ৩০০+ স্কোর না করা সত্ত্বেও তাদের রানরেট বাংলাদেশের চেয়ে বেশি কেন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

রান দিয়ে ওভার এর পরিমানকে ভাগে করলে রান রেট পাওয়া যায়। যেমন ; ১২ বলে বা ২ ওভারে ২০ রান প্রয়োজন। তাহলে রান রেট হবে-২০/২;-১০.০০ রানরেট। টুর্নামেন্টে সংগ্রহীত রানকে ম্যাচ সংখ্যা দিয়ে ভাগ করে বের করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নেট রান রেট মূলত ব্যাটিং রান রেট থেকে বোলিং রানরেট কে বাদ দিলে পাওয়া যায়।ব্যাটিং রানরেট : একটি টূর্নামেন্টে একটি দল ব্যাটিংয়ে মোট যত রান করেছে (১ম বা ২য় ইনিংসে) সেই রানকে,তারা মোট যত ওভার ব্যাটিং করেছে তা দিয়ে ভাগ করলে ব্যাটিং রানরেট পাওয়া যায়। বোলিং রানরেট : একটি টূর্নামেন্টে একটি দলের বিপক্ষ দলগুলো তাদের বিরুদ্ধে যে রান করেছে।সেই রানকে,তাদের বিরুদ্ধে রান করতে যত ওভার ব্যয় করেছে তা দ্বারা ভাগ করলে বোলিং রানরেট পাওয়া যায়। বি.দ্র. : ব্যাটিং এবং বোলিং রানরেটে অলআউটের ক্ষেত্রে তারা তাদের পুরো ইনিংসের ওভার খেলেছে হিসেবে ধরা হয়।যেমন ওয়ানডেতে ৪০ ওভারে অলআউট হলেও ৫০ ওভার খেলেছে ধরা হয়। নেট রান রেট : ব্যাটিং রানরেট থেকে বোলিং রানরেট বিয়োগ করলে পাওয়া যায়। উদাহরণ : বর্তমান পর্যন্ত এই বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ব্যাটিং স্কোরগুলো পর্যায়ক্রমে 330/6 , 50 overs 244/10 , 49.2 " 280/10 , 48.5 " 322/3 , 41.3 " 333/8 , 50 " 262/7 , 50 " তাহলে বাংলাদেশের ব্যাটিং রেট ={(330+244+280+322+333+262)/(50+50+50+41.3+50+50)} =(1771/291.5) =6.075471698 or,6.08 বাংলাদেশের বিপক্ষে বিপক্ষদলের ব্যাটিং স্কোরগুলো যথাক্রমে 309/8 , 50 overs 248/8 , 47.1 " 386/6 , 50 " 321/8 , 50 " 381/5 , 50 " 200/10 , 47 " বোলিং রানরেট ={(309+248+386+321+381+200)/(50+47.1+50+50+50+50)} =(1845/297.17) =6.208567487 or,6.21 বাংলাদেশের নেট রানরেট =6.08-6.21 =-0.13 নিউজিল্যান্ডের রানরেট বেশি থাকার কারণ হচ্ছে প্রথম ম্যাচে শ্রীলংকাকে অল্প রানে অলআউট করা এবং দ্রুত সেই টার্গেট চেজ করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ