আমার ২বছর যাবৎ ব্রনের সমস্যা কিছুতেই ব্রন কমছে না। এখন কীভাবে ব্রনের সমস্যা দুর হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি গার্নিয়ার মেন ব্যাবহার করুন । তাহলেই হবে। না হলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি রাত ১১ টার পরে আর জেগে থাকবেন না । আর আমারও রাত জাগলে এই সমস্যা হয় । পুরা মুখে ব্রণ উঠে যায় । আবার ঠিক সময়ে ঘুমালে ব্রণ চলে যায় । আর এতে যদি না দূর হয়, তাহলে অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখান । আশাকরি পাইষতে পারিচেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বেটনোভেট এন ক্রিম ব্যাবহার করতে পারেন দাম 30 টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পর্যাপ্ত পানি পান করবেন। ডিপ ফেসক্লিনার দিয় মুখ পরিষ্কার করবেন। ভাজা পোড়া ফাস্টফুড এড়িয়ে চলুন। রাত জাগবেন না। হরমোনাল প্রবলেম থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
simpleboy

Call

আপনি রোজ রাতে ঘুমোনোর আগে,  মুখে লেবুর রস তুলো দিয়ে ঘসে লাগিয়ে রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি কোনো ভালো একটি facewash দিয়ে মুখটা পরিষ্কার করে দেন।  আপনার ব্রণ আস্তে আস্তে একেবারেই কমে যাবে, দাগ গুলিও মুছে যাবে। ( যদি দেখেন আপনার মুখ জ্বলছে লেবুর রস লাগানোর সময়, তাহলে লেবুর রসের সঙ্গে একটু মধু মিশিয়ে নেন, এতে আপনার মুখ জ্বলাটাও কমবে, আবার মুখ আরও ফর্সা হবে) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ফোনা জেল ব্যবহার করুন।এটা শুধু ঔষধের দোকানে পাবেন।এর দাম ১২০ টাকা।১ মাস ব্যবহার করুন।ভাল ফল পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ