আমার বয়স ১৮+।আমি ছেলে।আমার চুখের নিচে একটা ক্ষত হয়(প্রায় ০.৩ এঞ্চি হবে) পরে ক্ষত ভালো হয়ে সেখানে কালো দাগ হয়। পরে কালো দাগ দূর করার জন্য বেটনোভেট এন ক্রিম ব্যবহার করেছিলাম,পরে সেই জায়গাটা এতই পাতলা হয়েছে যে,তার ভেতরের রক্তের শিরা দেখা যাওয়ার কারনে সেই জায়গাটা লাল দেখায়।প্রায় ৩ মাস সেখানে কোনো ক্রিম বা কোনো দ্রব্য ব্যবহার করিনি তবোও সেই জায়গাটা স্বাভাবিক হচ্ছে না।৩ মাস পর যখন কোনো ভালো দিক না দেখি তখন সেখানে,ভেসলিন ১৫ দিন ব্যবহার করেছি কোনো পার্থক্য পায়নি।পরে ১৫ দিন মধু ব্যবহার করেছি পার্থক্য পায়নি।পরে অনেক ফেসওয়াশও ব্যবহার করেছি পার্থক্য পায়নি।পরে নিম পেস্টও ব্যবহার করেছি পার্থক্য পায়নি।এমনকি এলোভেরাও ব্যবহার করেছি, দুধও ব্যবহার করেছি পার্থক্য পায়নি।এক কথায় সব কিছু ব্যবহার করেছি পার্থক্য পায়নি।সেই জায়গাটা পাতলা পাতলা ঈ।সেই জায়গাটা এতই পাতলা যে তার ভেতরের রক্ত দেখা যায়,তাই লাল দেখায়।
শেয়ার করুন বন্ধুর সাথে