RushaIslam

Call

এটি আমার আন্টিকে ডাক্তার দিয়েছিলেন যখন তিনি হাড়ের সমস্যার কারণে অর্থপেডিক্স এর কাছে যান। তাকে আমি নিজে নিয়ে গিয়েছিলাম এবং তাকে বিভিন্ন মেডিসিনের সাথে Bextram gold একটি করে সেবন করতে বলা হয়। হুম তিনি তাতে ভাল ফল পেয়েছিলেন কিন্তু সেটা স্থায়ী নয়,বরং সাময়িক ভাবে আপনার দেহে মাল্টিভিটামিনের মত কাজ করবে,যা আমার আন্টির ক্ষেত্রেও হয়েছে। এটির অপকারিতা আছে কিছু যেমন ধরুন রগের ব্যথা বেড়ে যায় অনেকের ক্ষেত্রে,প্রস্রাবে প্রদাহ হয়, মাথা ব্যথা করে ইত্যাদি (আন্টির ক্ষেত্রে এমন কিছু হয়নি)। এটি বেশ প্রচলিত একটি মেডিসিন,বিশেষ করে হাড় ক্ষয় নিয়ে কেউ চিকিৎসক এর কাছে গেলে প্রায় সময়ই রক্তস্বল্পতা এবং পুষ্টিহীনতার জন্য এটি প্রদান করা হয়। আপনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে সেবন করতে পারেন ডোজ আকারে,তবে এটি আপনার শরীরে স্থায়ী ভাবে ক্রিয়া করবেনা।

Talk Doctor Online in Bissoy App