কোন ক্রমে যদি কম্পিউটার শাট ডাউন করে অফ না করে এমনি ডাইরেক্ট অফ হয়ে যায় তাহলে পরবর্তী মিনিমাম ১০ ঘন্টার ভিতরে ২য় বার অন হয়না ।  পাওযার সাপ্লাই পরিবর্তন করার পরেও একি সমস্যা  ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

বায়োসে প্রবেশ করুন। পাওয়ার ম্যানেজমেন্ট থেকে লস পাওয়ার পাওয়ার অপশনে যান সেখান থেকে পাওয়ার লস রিস্টার্ট এনেবল করে দিন।(অনেক মাদারবোর্ড এ রিস্টার্ট এ রিফ্রেস অপশন থাকে,সেটা এনেবল করুন)

পাওয়ার লস শাটডাউন এনেবল করুন।
উইনডোজ সিস্টেম ফাইলকে chkdsk রান করিয়েন নিন। এবং হার্ডড্রাইভ ডিফ্রাগমেন্ট করে নিন। একবার। 
যদি পারেন তবে সি ড্রাইভ পার্টিশন ভেংগে একবার রিনিউ পার্টিশন করে নিয়েন। আশা করি ভাল হয়ে যাবে।
আর হ্যা নিজে অফ ব্যাতিত, কোন কারনে যেমন বিদ্যুৎ চলে যাওয়ার জন্য অফ হয়ে গেলে পরবর্তীতে অন করে না চালিয়ে কম্পিউটারকে একবার ফাংশন থেকে রিস্টার্ট করে নিয়ে চালাবেন। মনে রাখবেন রিস্টার্ট করলে ফাইল ডিলিট হয়না, এটি কম্পিটার এর জন্য খুবি উপকারী।( কিছু মোবাইল ব্যবহার কারী ভুল করে ফ্যাক্টরি রিসেট করে, বলে থাকেন রিস্টার্ট করিলে ফরম্যাট হয়ে সব ডিলিট হয়ে যায়, তাই অধিকাংশ মানুষ রিস্টার্ট শুনলে ভয় পান)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ