ঠোটের কাল দাগ দূরীকরণের ক্রিম
Share with your friends
RushaIslam

Call

কে পরামর্শ দিয়েছে আপনাকে এসব ক্রিম ব্যবহার করার জন্য..? ঠোটের কালো দাগ দূর করার জন্য কোনোপ্রকার ক্রিমের দরকার নেই,কারন এসব আপনার ঠোটের চামড়ার প্রদাহ বাড়িয়ে দিয়ে ওরাল ইনফেকশন সৃষ্টি করবে।আপনি এলোভেরা এবং গ্লিসারিন একত্রে মিশিয়ে প্রতিদিন দুইবেলা ঠোটে লাগান। দেখুন আপনি ১ মাসের মধ্যেই ইনশাআল্লাহ ভাল ফল পাবেন।এছাড়া তুলায় গোলাপজল মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে লাগান। দয়া করে কারোর পরামর্শ নিয়ে এসব ক্রিম লাগাবেন না।

Talk Doctor Online in Bissoy App