RushaIslam

Call

মিলনের ৭২ ঘন্টার মধ্যে শুধু মাত্র একটি ইমকন-১ ইমার্জেন্সি পিল সেবন করলেই যথেষ্ট প্রেগন্যান্সি রোধ করতে এই পিল গুলো ১ মাসের মধ্যেই একাধিক বার সেবন করা ঠিক না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অনিরাপদ সহবাসের পর ইমার্জেন্সি পিল খেতে হয়. মূলত এই পিল গুলো মিলনের 72 ঘন্টার মধ্যই খেতে হয় 24 ঘন্টার মধ্যে খেলে এগুলোর কার্যকারিতা 97% 48 ঘন্টায় 88% এর মতো আর 72 ঘন্টায় 50%  তবে 24 ঘন্টার মধ্যই খেয়ে নিলে আনওয়ান্টেড প্রেগনেন্সি দূর করতে বেশি ভরশা পাওয়া যায় এছাড়াও বাজারে পিউলি নামে নতুন এক পিল এসেছে যেটি 120 ঘন্টার মধ্য খেলে দুশ্চিন্তা থাকে না  পিউলি পিলটি 120 বা 5দিন পর্যন্ত কার্যকার  বাজারে অনেক ধরনের পিল পাওয়া যায় তার মধ্যে  আই পিল, ইমকন-1, নোরেক্স, আনওয়ান্টেড এবং পিউলি অন্যতম তবে ইমার্জেন্সি পিল নিয়মিত জন্ম নিয়ন্ত্রন এর জন্য ব্যবহার করা ঠিক নয় 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ