RushaIslam

Call

5x ও আইপিল ইমার্জেন্সি পিল গুলো ভালো তবে এছাড়াও কয়েকটি ভাল ইমারজেন্সি পিল হলো 

  • আই-কন
  • নোরিক্স
  • পোস্টিনোর ৭২ 
  • নরপিল

উক্ত পিলের মেয়াদ হলো ৭২ ঘন্টা তবে এগুলির কোনোটাই চিকিৎসক এর পরামর্শ ব্যতীত সেবন করবেন না। এগুলির সাইড ইফেক্ট প্রচুর।

পিউলি ও 5x পিলের মেয়াদ হলো ১২০ ঘন্টা যা সহবাসের ১২০ ঘন্টার।মধ্যে সেবন করা যায় জন্মনিয়ন্ত্রণের জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

বেশ কয়েক কয়েক টি ইমার্জেন্সি পিল আছে যে গুলোর মেয়াদ আলাদা আলাদা, যেমন, আপনার বলা ৫x ইমার্জেন্সি পিলের মেয়াদ হলো  ১২০  ঘন্টা। অর্থাৎ অনিরাপদ সহবাসের  ১২০ ঘন্টার মধ্যে এই পিল খেলে প্রেগন্যান্সি এড়ানো সম্ভব হবে। এটি ছাড়াও পিউলি পিল আছে যা ১২০ ঘন্টা মেয়াদী আর আইপিল হলো ইমার্জেন্সি পিল যা শুধু ৭২ ঘন্টা মেয়াদ অর্থাৎ অনিরাপদ সহবাসের ৭২ ঘন্টার মধ্যে এই পিল খেলে প্রেগন্যান্সি এড়ানো সম্ভব হবে।  এছাড়াও ইমকন-১, নোরিক্স, নরপিল ইত্যাদি ৭২ ঘন্টা মেয়াদী ইমার্জেন্সি পিল আছে যেগুলোর কাজ একই তাই আপনার সহবাস করার  সময়ের উপর নির্ভর করে ইমার্জেন্সি পিল সেবন করতে পারেন। তবে মনে রাখবেন উক্ত পিল গুলো তে ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়া বিদ্যমান যা শরীরের জন্য ক্ষতিকর তাই এমন পিল সেবন না করাই ভালো। জন্মনিয়ন্ত্রণের জন্য স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল বা কনডম ব্যবহার করুন ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ