মহান আল্লাহ জান্নাতে প্রথমে হযরত আদম (আঃ)-কে এবং পরে হযরত হাওয়া (আঃ)-কে সৃষ্টি করেন। হযরত আদম (আঃ) যখন ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দরী রমণী হযরত হাওয়া (আঃ)-কে কাছাকাছি দেখে হাত বাড়িয়ে ধরতে যান, তখন মহান আল্লাহ তাঁকে হযরত হাওয়া (আঃ)-কে স্পর্শ করা থেকে বিরত রাখেন। কেননা, বিয়ের পূর্বে কোনো বেগানা নারীর শরীর স্পর্শ করা হারাম তাই? তাহলে পর্দা তথা অশ্লীলতা থেকে দূরে থাকার বিধান কী তখন থেকেই শুরু? পরবর্তীতে মহান আল্লাহ তায়ালা নিজে কাজী হয়ে হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ)-এর মধ‍্যে শুভ বিবাহ সম্পন্ন করেন। তখন থেকেই তাঁরা একসাথে বসবাস শুরু করেন।
শেয়ার করুন বন্ধুর সাথে