●যখন পৃথিবীতে কোনো মানুষ ছিলো না, ভাষা ছিলো না, তখন মহান আল্লাহ তায়ালা ও ফেরেশতাগণ কোন ভাষায় কথা বলতেন? ●পৃথিবীতে আসার আগে হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ) জান্নাতে কোন ভাষায় কথা বলতেন? ●মানুষ সৃষ্টি করার ব‍্যাপারে মহান আল্লাহ তায়ালা ফেরেশতাদের সাথে কোন ভাষায় কথা বলেন এবং ফেরেশতাগণ মহান আল্লাহর সাথে কোন ভাষায় কথা বলেন? মহান আল্লাহ ও ফেরেশতাদের মধ্যে কী কথা হয়? ●হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করার পরে মহান আল্লাহ তায়ালা ফেরেশতাগণকে কোন ভাষায় আদমকে সেজদা করার নির্দেশ দেন? মহান আল্লাহ তখন কী বলেন? ●ইবলিশ কোন ভাষায় হযরত আদম (আঃ)-কে সেজদা করতে অস্বীকৃতিজ্ঞাপন করে? ●মহান আল্লাহ তায়ালা কোনোকিছু সৃষ্টি করার পূর্বে কী বলেন? সেটা কোন ভাষায়? ●পৃথিবীতে মানুষ পাঠানোর অনেক আগে থেকেই মহান আল্লাহ তায়ালা পবিত্র আরশে আজীমে কোন পবিত্র কালেমাটি লিখে রাখেন? সেটির ভাষা কী? ●মহান আল্লাহর 'আল্লাহ' নামটি কোন ভাষার? ●মানুষ সৃষ্টির অনেক আগে থেকেই ফেরেশতাগণ কোন ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করতেন? ●মহান আল্লাহ তায়ালা কোন ভাষার মাধ‍্যমে হযরত আদম (আঃ)-কে জান্নাতে জ্ঞানশিক্ষা দান করেন? ●পৃথিবীতে মানুষ আসার অনেক আগে থেকেই পবিত্র কুরআন লাওহে মাহফূজে কোন ভাষায় সংরক্ষিত ছিলো এবং এখনো আছে? এবং কোন ভাষায় তা নাযিল হয়? ●পৃথিবীতে এসে হযরত আদম (আঃ) কোন ভাষায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন? রাব্বানা দোয়াটি কোন ভাষার? ●হযরত আদম (আঃ) ও হযরত হাওয়া (আঃ) সর্বপ্রথম পৃথিবীর কোথায় একসাথে বসবাস শুরু করেন? সেখানকার ভাষা বর্তমানে কী? ●মহান আল্লাহ তায়ালা সর্বপ্রথম কোন ভাষায় কোথায় হযরত আদম (আঃ) ও হযরত শীস (আঃ)-এর উপর আসমানী কিতাব বা ইসলামী ধর্মগ্রন্থ নাযিল করেন? ●মহান আল্লাহ তায়ালা সর্বশেষ কোন ভাষায় কোথায় হযরত মোহাম্মদ (সাঃ)-এর উপর আসমানী কিতাব বা ইসলামী ধর্মগ্রন্থ নাযিল করেন? ●পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আঃ) ও প্রথম মানবী হযরত হাওয়া (আঃ) কোন ভাষায় কথা বলতেন? ●পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মোহাম্মদ (সাঃ) কোন ভাষায় কথা বলতেন? ●পৃথিবীতে মানুষ পাঠানোর পূর্বে মহান আল্লাহ তায়ালা আসমানী কিতাব বা ইসলামী ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় সংরক্ষণ করে রেখেছিলেন? ●সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব পবিত্র কুরআনের ভাষা কী? ●পৃথিবীতে মানুষ পাঠানোর আগে সৃষ্ট জান্নাত ও জাহান্নামের ভাষা কী? ●কবরে কোন ভাষায় সওয়াল-জওয়াব হয়? ●হাশরে কোন ভাষায় আল্লাহ তায়ালা বিচারকার্য করবেন? ●আল্লাহ মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। এই ইসলাম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ●হযরত মোহাম্মদ (সাঃ)-এর মোহাম্মদ ও আহাম্মদ নামটি কোন ভাষার? এই নাম দুটি কে রেখেছিলেন? ●মৃত্যুর পরের জীবনে একমাত্র কোন ভাষা বজায় থাকবে? ●কোন ভাষার প্রতিষ্ঠাতা ও পরিচালক আল্লাহ নিজেই? পৃথিবীতে মানুষ পাঠানোর আগে থেকেই আল্লাহ কোন ভাষায় ফেরেশতাগণের সাথে কথা বলতেন? এবং পৃথিবীতে মানুষ যখন থাকবে না, তখনো আল্লাহ, ফেরেশতাগণ, নবী-রাসূল ও জান্নাত-জাহান্নামে মানুষের মধ‍্যে কোন ভাষা বজায় থাকবে? ●ডিজিটাল বিজ্ঞান বলে, পৃথিবীর প্রথম ভাষা সাংকেতিক ভাষা। কারণ, এই বিজ্ঞান তো স্রষ্টা, নবী-রাসূল, ইসলাম ও পরকালে বিশ্বাসী নয় যে, আরবীকে প্রথম ভাষা বলে যুক্তি উপস্থাপন করবে। মাত্রাতিরিক্ত এই বিজ্ঞান মনষ্ক ব‍্যক্তিরাই নাস্তিকে পরিণত হয়, কারণ বিজ্ঞান আল্লাহ, নবী-রাসূল ও পরকালে বিশ্বাসী নয়। বিজ্ঞান মনে করি, ধরি, অনুমান ও যান্ত্রিক প্রমাণে বিশ্বাসী। ধন্যবাদ।
শেয়ার করুন বন্ধুর সাথে

সব প্রশ্নের উত্তর একটাই - আরবি ভাষা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ