Call

পৃথীবির শুরু থেকেই রোজা ছিল।আল্লাহ বলেন "তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের ওপর"।হযরত আদম আ. প্রত্যেক মাসের তের চৌদ্দ ও পনের তারিখে রোজা রাখতেন।হযরত নুহ আ.দুই ঈদ বাদে সবসময় রোজা রাখতেন।হযরত দাউদ আ.একদিন পর পর রোজা রাখতেন।হযরত সোলায়মান আ.মাসের প্রথম তিনদিন মাঝের তিন দিন ও শেষের তিন দিন রোজা রাখতেন।এসব থেকে বোঝা যায় প্রথম থেকেই রোজা ছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ