ইফতারের সময় কি কি খাবার খেলে শরিরের শক্তি উদপাদন এ সাহায্য করে 
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

ইফতারে এবং ইফতারের পর পানির চাহিদা পূরণ করতে যে কোনো রসাল বা তরল খাবার যেমন- ফলের রস, শরবত, সুপ ইত্যাদি খাওয়া যেতে পারে। এতে সারাদিনের পানির ঘাটতি কমে আসে।পুডিং খেতে পারেন।আঁশজাতীয় ফল খেতে পারেন।আপনি ২-৩টি করে খেজুর খাবেন। এককাপ ছোলা খেতে পারেন। টক জাতিয় খাদ্য এড়িয়ে চলুন।অতিরিক্ত ভাজা জিনিস খাবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইফতারের সময় যেসব খাবার খেতে পারেন তা হলো

  • লেবুর শরবত।
  • কম মিষ্টিজাতীয় খাবার।
  • দুধ চিড়া বা দই চিড়া।
  • ফলমূল।
  •  2-3 টি খেজুর।
  • আশঁ জাতীয় খাবার ইত্যাদি ।
  • চুটকি পিঠা বা ছোট পিঠা খেতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ