আমি একজন সপ্তম শ্রেণীর ছাত্র। আমি চাই কোরআনের হাফেজ ও হাদীস বিশারদ হতে এবং একজন ভাল ক্বারী হতে কোনরকম মাদ্রাসায় পড়া ছাড়া ডক্টর জাকির নায়েকের মত। আমার পক্ষে কী এটা সম্ভব? 
শেয়ার করুন বন্ধুর সাথে

যার মধ্যে শরিয়তের জ্ঞান আছে,তাকে আলেম বলে।আলেম হওয়ার জন্য মাদ্রাস পড়ার প্রোয়োজন নাই,আপনাকে শরিয়তের জ্ঞান লাভ করতে হবে... এজন্য আপনি একজন ভালো আলেমের শরণাপর্ণ হতে পারেন যদি মাদরাসা যান,তাহলে আপনার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি কোন রকম মাদ্রাসায় না পড়ে আলেম হতে পারবেন না। কেননা, কারো কোন কিছু জানা না থাকলে যারা জানে তাদের নিকট মানার উদ্দেশ্যে জেনে নিতে হবে। আল্লাহ তায়ালা বলেন, সুতরাং যদি তোমরা না জান তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর। (আম্বিয়াঃ ৭) এ আয়াত থেকে জানা গেল যে, শরীআতের বিধি বিধান জানে না, এরূপ মূর্খ ব্যক্তিদের উপর আলেমদের অনুসরণ করা ওয়াজিব। তারা আলেমদের কাছে জিজ্ঞেস করে তদনুযায়ী আমল করবে। যেহেতু আপনি কোরআনের হাফেজ ও হাদীস বিশারদ এবং একজন ভাল ক্বারী হতে চাইছেন এজন্য মাদ্রাসায় পড়া ছাড়া অন্য কোন পথ নেই।

আপনি জেনালের লাইনে বা বিশ্বের যে লাইনে পড়েন না কেন আপনাকে কয়েকটা সাবজেক্ট পড়তে হবে। ১/ কুরআন । কুরআন পড়তে হবে বুঝতে হবে কুরআনের তাফসীর পড়তে হবে। ২/ হাদীস হাদীসের ছোট থেকে একবারে ফয়জুল কালাম , নাসাঈ আবু দউদ, মিশকাত , বুখারী , মুসলিম,তিরমিজি ইত্যাদি। আবার এক বারেই উপরে যাবেন না ধাপে ধাপে ছোট থেকে বড় । ৩/ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সিরাত। ৪/ ইসলামের ইতিহাস ৫/ ইসলামী ইকোনমি বা ইসলামিক অর্থনীতি। ৬/ সাহাবায় কেরাম দের জীবনী ৭/ জিও পলিটিক্স বা ভূরাজনৈতিক পেক্ষাপট ৮/ ইসলামিক ফিলোসফি বা ইসলামিক দর্শন । এগুলো পড়লে আপনি বর্তমান বিশ্বে ইসলাম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি সপ্তম শ্রেণির একজন স্কুল পড়ুয়া ছাত্র। আপনি মাদ্রাসায় না পড়লেও স্কুলে পড়েই একজন ভালো আলেম, হাদীস বিশারদ ও ক্বারী হতে চাইছেন। মাদ্রাসায় না পড়েও আপনি একজন ভালো আলেম, হাদীস বিশারদ ও ক্বারী হতে পারেন, যেভাবেঃ ১। লেখাপড়ার পাশাপাশি দৈনিক দুই থেকে আড়াই ঘন্টা একজন ভালো আলেমের শরণাপন্ন হয়ে বিশুদ্ধভাবে কুরআন ও হাদীস শিক্ষা করতে হবে। ২। বাড়িতে একজন কুরআনে হাফেজ রেখে তার কাছে বিশুদ্ধভাবে কুরআন হেফজ করতে পারেন। ৩। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ৪। কালেমা, নামাজ, রোজা, হজ্জ্ব, যাকাত, জিকির, কুরআন তিলাওয়াত ও হাদীস পাঠ করতে হবে। ৫। পবিত্র কুরআন নিয়ে রিসার্চ করতে হবে। ৬। পবিত্র হাদীস নিয়ে রিসার্চ করতে হবে। ৭। কুরআনের আয়াত ও হাদীস বিশুদ্ধভাবে মুখস্থ করতে হবে। ৮। অর্থসহ বুঝে বুঝে কুরআন-হাদীস পড়তে হবে। ৯। নিয়মিত মাথায় টুপি পরিধান করতে হবে। ১০। চোখের দৃষ্টিকে সবসময় নিচের দিকে (মাটির দিকে) রেখে চলাফেরা করতে হবে। ১১। দাঁড়ি উঠলে দাঁড়িতে কোনোদিন ক্ষুর লাগানো যাবে না। ১২। দাঁড়িয়ে খাওয়া-দাওয়া এবং পানীয় পান করা যাবে না। ১৩। হারাম খাদ‍্য খাওয়া ও হারাম পানীয় পান করা থেকে বিরত থাকতে হবে। ১৪। দাঁড়িয়ে কখনো প্রস্রাব-পায়খানা করা যাবে না। ১৫। কখনো লোভ, হিংসা, অহংকার, অলসতা করা যাবে না। ১৬। হামদ-নাত শুনতে হবে। অনৈসলামিক গান শোনা থেকে বিরত থাকতে হবে। ১৭। টাখনুর নিচে কখনো প‍্যান্ট, পায়জামা বা টাউজার্স পরিধান করা যাবে না। ১৮। (বিশেষতঃ সাদা রঙের) পায়জামা-পান্জাবী, ফুল হাতা সেন্টু গেঞ্জি, টাউজার্স, লুঙ্গি পরিধান করার অভ‍্যাস গড়ে তুলতে হবে। ১৯। স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়লেও মক্তব, মাদ্রাসা, মসজিদ, আলেম ও হাফেজদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে। ২০। লাজুক হতে হবে। ২১। পর্দা করতে হবে তথা অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। ২২। নিয়মিত দান-খয়রাত করতে হবে। ২৩। শিশু-বৃদ্ধদের ভালোবাসতে হবে। ২৪। বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের আদর করতে হবে। ২৫। আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার সকল কাজকর্ম বন্ধ রেখে মসজিদে ফরজ নামাজ পড়ার জন‍্য রওয়ানা করতে হবে। ফরজ নামাজ মসজিদে এবং সুন্নাত ও নফল নামাজ ঘরে পড়া উত্তম। তাহলে ঘর ও মসজিদ উভয় জায়গাতেই আপনি রহমতপ্রাপ্ত হবেন। ২৬। নিয়মিত ঘরে কুরআন তিলাওয়াত করতে হবে। ২৭। অন‍্যায়ের প্রতিবাদ করতে হবে। ২৮। শয়তান মানুষের প্রকাশ‍্য শত্রু। সবসময় শয়তান মানুষকে বিপথে নেওয়ার চেষ্টা করে। তাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। ২৯। ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। বাকি সব ধর্ম মানব রচিত। তাই ইসলাম ব‍্যতীত অন‍্য কোনো ধর্ম বা ধর্মের কার্যাবলীকে শ্রদ্ধা বা অনুসরণ করা যাবে না। তবে পৃথিবীর সকল মানুষকে মায়া করতে হবে, যেমনটি মহান আল্লাহ তায়ালা করেন। তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকেই মায়া করেন, তাঁর সকল সৃষ্টিকেই ভালোবাসেন, রিজিক দান করেন। ৩০। যেসব অমুসলিম ইসলামকে ভালো চোখে দেখে, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে। তবে যেসব অমুসলিম বা নাস্তিক ইসলামকে সহ‍্য করতে পারে না, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ৩১। মুসলমান, অমুসলমান প্রত‍্যেককেই ইসলামের দাওয়াত প্রদান করতে হবে। ৩২। ভালোবাসা আর সুন্দর ব‍্যবহার দিয়ে মুসলমান ও অমুসলমান প্রত‍্যেকের মন জয় করে নিতে হবে। ৩৩। সবকিছুর উর্ধ্বে মহান আল্লাহ তায়ালা ও হযরত মোহাম্মদ (সাঃ)-কে ভালোবাসতে হবে। তারপর মা-বাবাকে ভালোবাসতে হবে। ৩৪। যে মানুষ (মুসলমান হোক কিংবা অমুসলমান হোক) কুরআন ও হাদীসকে আঁকড়ে ধরে, সে কখনো পথভ্রষ্ট হবে না। তাই কুরআন ও হাদীসকে আঁকড়ে ধরতে হবে তথা কুরআন ও হাদীস মোতাবেক জীবন গড়তে হবে। ৩৫। আপনার আমার আদর্শ হবে একমাত্র মহান আল্লাহ তায়ালা ও হযরত মোহাম্মদ (সাঃ) তথা আল্লাহর বাণী ও রাসূল (সাঃ)-এর সুন্নাত। ৩৬। উপরোক্ত উপায়ে আপনি মাদ্রাসায় না পড়লেও স্কুলে পড়েই কুরআন, হাদীস, হাফেজ, আলেম, ক্বারী, মাওলানা ও হাদীস বিশারদদের সাথে সংযোগ স্থাপন করে একজন ভালো আলেম, হাফেজে কুরআন, হাদীস বিশারদ ও ক্বারী হতে পারেন। ৩৭। ইচ্ছা থাকলে উপায় হয় (Where there is a will, there is a way)। ধন‍্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি আলেম হতে পারবেন। কুরআন শরীফ জানতে হবে। হাদিস বিষয়ে জ্ঞান থাকতে হবে। ইসলাম বিষয়ে সম্মক জ্ঞান থাকতে হবে। ধর্মের প্রতি অনুরাগ হতে হবে। আরো অনেক কিছু করতে হবে। আপনি আলেম হতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আপনি জেনালের লাইনে বা বিশ্বের যে লাইনে পড়েন না কেন আপনাকে কয়েকটা সাবজেক্ট পড়তে হবে।
১/ কুরআন ।
কুরআন পড়তে হবে বুঝতে হবে কুরআনের তাফসীর পড়তে হবে।

২/ হাদীস
হাদীসের ছোট থেকে একবারে ফয়জুল কালাম , নাসাঈ আবু দউদ, মিশকাত , বুখারী , মুসলিম,তিরমিজি ইত্যাদি।
আবার এক বারেই উপরে যাবেন না ধাপে ধাপে ছোট থেকে বড় ।

৩/ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সিরাত।

৪/ ইসলামের ইতিহাস

৫/ ইসলামী ইকোনমি বা ইসলামিক অর্থনীতি।

৬/ সাহাবায় কেরাম দের জীবনী

৭/ জিও পলিটিক্স
বা ভূরাজনৈতিক পেক্ষাপট

৮/ ইসলামিক ফিলোসফি বা ইসলামিক দর্শন ।

এগুলো পড়লে আপনি বর্তমান বিশ্বে ইসলাম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ