নামাযের রুকুর ১ তাজবীহ থাকা নিয়ম | তবে এই ১ তাজবীহ সমান কত সময় ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

রুকূতে গিয়ে এক তাসবীহ পরিমাণ দেরী করা ওয়াজিব। অর্থাৎ রুকূ, সিজদা এবং রুকূ থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ও দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে কমপক্ষে এক তাসবীহ পরিমাণ দেরী করতে হবে। উদাহরণঃ ইমাম সাহেব রুকূ থেকে মাথা উঠানো শুরু করার পরেও যতক্ষণ পর্যন্ত তার হাত হাঁটুতে থাকবে ততক্ষণের মধ্যে মাসবুক মুক্তাদী যদি এতটুকু পরিমাণ ঝুঁকে যে, তার হাত হাঁটু পর্যন্ত পৌঁছে যায় তবে উক্ত মুক্তাদী উক্ত রাকাআত পেয়েছে বলে গণ্য হবে। আর যদি মুক্তাদীর হাত হাঁটুতে পৌঁছানোর পূর্বেই ইমাম সাহেবের হাত হাঁটু থেকে পৃথক হয়ে উপরে চলে আসে তবে মুক্তাদী ঐ রাকাআত পেয়েছে বলে গণ্য হবে না। উল্লেখ্য যে, এমতাবস্থায় ইমাম উঠে গেলেও মুক্তাদীর জন্য রুকূতে এক তাসবীহ পরিমাণ অপেক্ষা করা ওয়াজিব। এরপর তার জন্য অবশিষ্ট তাসবীহ না পড়ে দাঁড়িয়ে ইমামের অনুসরণ করা ওয়াজিব। রুকূতে এক তাসবীহ পরিমাণ কি? রুকুর তাসবীহ হলোঃ সুবহা' না রব্বিয়াল আ'যীম। এই তাসবীহ পাঠ করতে যে সময় লাগে তাই এক তাসবীহ পরিমাণ সময়। যা চার থেকে পাঁচ সেকেন্ড মাত্র।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ