যদি ঘড়ির ঘন্টার কাঁটাটি 12 ঘন্টায় 360 ডিগ্রি কোণ পথ সরে তাহলে,
1 ঘন্টায় ঘন্টার কাঁটাটি সরবে (360/12) = 30 ডিগ্রি।

1 ঘন্টা = 60 মিনিট।

ঘন্টার কাঁটাটি 60 মিনিটে সরে 30 ডিগ্রি
সুতরাং, 2 টা 15 থেকে 2 টা 20 অর্থাৎ,
5 মিনিটে ঘড়ির কাঁটা সরবে {(30x5)/60} বা, (5/2) বা, 2.5 ডিগ্রি।

সুতরাং, ২টা ১৫মিনিট থেকে ২টা ২০মিনিট পর্যন্ত ৫ মিনিটে ঘন্টার কাঁটা আড়াই ডিগ্রি ঘুরবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ