Sepu

Call

আপনি যে কোম্পানীর সিম ব্যবহার করছেন সেই কোম্পানীর অন্য সীমে কথা বলতে পারবে।অন্য কোম্পানীর সিম এই মিনিট কাজ করবেনা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মনে হচ্ছে আপনি একটি টেলিটক সিম কিনেছেন এবং সেটা বর্ণমালা প্যাকেজের।অননেট বলতে একই অপারেটরকে বোঝায়।অর্থাৎ,আপনার অপারেটর টেলিটক হলে অননেট মিনিট শুধু টেলিটক-টেলিটক সিমে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।আর অফনেট বলতে যেকোনো অপারেটরকে বা নিজ অপারেটর বাদে অন্য অপারেটরগুলোকে বোঝায়।অর্থাৎ,আপনার অপারেটর টেলিটক হলে অফনেট মিনিট দিয়ে আপনি টেলিটক-যেকোনো অপারেটর এ কথা বলতে পারবেন।আপনার সিমের ৩০০০ সেকেন্ড অননেট অফনেট মিনিট দিয়ে আপনি মেয়াদ থাকা অবস্থায় যেকোনো অপারেটরে ৩০০০ সেকেন্ড বা ৫০ কথা বলতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ