সমস্যাটার নাম এলোপেসিয়া ( Alopecia areata ) সমস্যা টা ৬-৭ মাস আগে দেখা দিছে । চট্টগ্রাম মেডিকেলে দেখাইছিলাম তারা রেমাস ০.১%
( REMUS 0.1%) তখন সাদা সাদা দাড়ি উঠলে আমি তা ব্যবহার বন্ধ রাখি । কিন্তু এখন আবার দেখা দিছে চট্টগ্রাম এ কোন ডাক্তার এর ভাল চিকিৎসা করে। কেউ ভাল হইছেন চিকিৎসা করে এমন কারো মতমাত চাচ্ছি।image image image


Share with your friends
RushaIslam

Call

আপনি এলোপ্যাথি চিকিৎসক এর পরামর্শ নিন।তিনি আপনাকে স্টেরয়েড ক্রিম এবং স্প্রে প্রদান করবে। ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন। প্রয়োজনে এক্ষেত্রে ইনজেকশন প্রয়োগও করা হয়।চিন্তামুক্ত থাকুন এবং এলোপ্যাথি চিকিৎসক এর পরামর্শ নিন।

Talk Doctor Online in Bissoy App