আমার আপন বলতে কেও নেই  অসহায় অবস্থায় আছি কি করবো আমি আল্লাহ কে ডাকবো না মরে জাবো  জীবন সেষ হয়েগিয়াছে দুঘটনা কারুনে এই সমাজের  সবাই হাসা হাসি  করবে আমারে নিয়ে এত কষ্ট কিভাবে ভুলবো নতুন জীবন কিভাবে করবো কেও বলবেন         
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার নতুন জীবন পরিচালিত করতে হলে মহান আল্লাহ তায়ালার কাজ করুন।আর যদি আপনি মরতে চান তাহলে আপনার ইহকাল যাবে পরকাল যাবে।আত্মহত্যা করলে পরকালে আপনি জাহান্নামের অধিবাসী হবেন।তাই আপনি দুনিয়াতে বেঁচে থেকে ভালো কাজ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই মরতে হলে মরে যান। না, আপনাকে মরতে বলছিনা, বলছি আপনার সে সত্তাকে যে মরে যেতে চায়। আপনি কেনো মরবেন ? কি দোষ আপনার ? নিজের দুঃখ কষ্টগুলাকে গলাটিপে মেরে ফেলুন। কেননা আপনার জীবন শেষ হয়ে যায় নি। জীবনে খারাপ অবস্থা আসবেই, কিন্তু তাতে বিচলিত হওয়া যাবেনা। জীবনযুদ্ধ করতে হবে বীরের মতো। কে কি নিয়ে কি করলো, হাসলো না কাদলো, সেটাতে আপনার কি? আপনি বাচবেন নিজের জন্য, নিজের মতো। আল্লাহ যখন কারো জীবনে একটি দরজা বন্ধ করে দেন, তখন তার বিনিময়ে দশটি জানালা খুলে দেন। আমাদের শুধু সেগুলো খুজে নিতে হয়। তাই আশা করি বোকার মতো এসব ফাও চিন্তা আর করবেন না। জীবনে সবাই কোনো না কোনো দিক দিয়ে অসহায়। কিন্তু তাই বলে কেউ মরতে আসেনি, জীবনের উদ্দেশ্য খুজুন। আল্লাহকে ডাকুন, আপনার চাইতেও অসহায় কাউকে আল্লাহ দুনিয়াতে রেখেছেন শুধু পরিক্ষার জন্য, তাদের দিকে তাকান। তাদের জন্য না, অন্তত নিজের জন্য বাচুন। আসসালামুআলাইকুম,  ভালো থাকবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমত আপনি ধৈর্য্য ধরুন শান্ত হোন। আপনার এখন মানসিক সাপোর্ট বেশি প্রয়োজন। আপনি ৭-৮ দিনের জন্য কোথাও ঘুরতে চলে যান। আপনি যে জেলায় থাকেন সেখান থেকে মুভ করেন, দুরে চলে যান ১ বছরের জন্য অন্য কোথাও যান যেখানে আপনাকে কেউ চেনে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নামাজ পড়ুন। আপনি ইচ্ছা করলেই সুসাইড করতে পারেন না করলে মরেও শান্তি পাবেন না। ধৈর্য্য ধরুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি বেশি করে নামাজ পড়েন  এবং ধর্মিয় কাজ কর্মে ব্যস্ত থাকোন এবং বন্ধুদের সাথে খেলাধুলা করেন আশা করি মন ভালো হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ