শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একসাথে ৮ টা সিডিল খাওয়ার সুপারিশ কোথাও আছে? এটাতো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ার সুপারিশ নাই|কেন একসাথে ৮ টা সিডিল খেতে যাবে?

যদি খেয়েই নেই তাহলে ঐ ঔষধের সব ধরণের সাইড ইফেক্ট হবে|ফলে বড় ধরণের ঝামেলা হতে পারে|কখনো এ ধরণের ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বার বার সিডিল সেবন করলে স্থায়ী ভাবে মৃগী রোগের সম্ভাবনা আছে। বিস্তারিত এখানে দেখুন https://www.medicinesfaq.com/brand/bn/sedil#side_effect

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

এটি বেশ কার্যকর একটি স্লিপিং পিল। চিকিৎসক গণ কখনোই এটি সাজেস্ট করবেন না প্রয়োজন ব্যতিরেকে। একই সাথে ৮টি সেডিল খেলে যা যা হতে পারে:

  •  শ্বাসকষ্ট দেখা দিবে।
  • প্রেশার লো হতে পারে।
  • প্রচুর বমি হতে পারে।
  • ডায়রিয়া হতে পারে।
  •  রক্তে অনুচক্রিকার পরিমাণ হ্রাস পাবে।
  •  হার্ট এটাক হতে পারে।
  • মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ