Call

জীবনে যে থামা যাবে না এরকম নয়, তবে থেমে বসে থাকা যাবে না।

আপনাকে অবশ্যই থামতে হবে, পরিস্থিতি বুঝতে হবে এবং ধীরে ধীরে এগোতে হবে। কিন্তু কোনো কিছু হলেই হায় হায় করে থেমে বসে থাকা চলবে না। 

তাই না থামার কৌশল নয়, থেমে না থাকার কৌশলই জানা প্রয়োজন। 

আসলে কিছু জিনিস আছে যার কোনো কৌশল নেই। যেমন ভাত খাওয়ার জন্য যদি আমি বলি পাঁচটি আঙুল সম দূরত্বে রেখে ভাতগুলিকে মর্দন করে প্রতিটি আঙুলে কিছু করে উঠিয়ে মুখমণ্ডল খুলে তার মাঝে প্রবেশ করান ব্যাপারটি জটিল এবং প্রকৃতপক্ষে হাস্যকর হয়ে যাবে। 

একইভাবে এটাও। ভাত খাওয়ার ন্যায় সামনে চলারও একটা নিজস্বতা আছে। সবার মাঝেই তা আছে আ সে খুঁজে বের করতে অক্ষম। নিজেকে জানা থাকলে অবশ্যই আপনি আপনার স্পিরিট খুঁজে পাবেন। 

ব্যক্তিগতভাবে আমি প্রচুর বই পড়ার কারণে জীবনের প্রতিটি ঘটনায় আমার পড়া কোনো চরিত্রের সমুক্ষীত কোনো ঘটনার মিল পাই যার কারণে তার কৌশলেই পরিস্থিতি সামাল দেই। তবে এটা সবার সম্ভব নয়, কারণ সবাই বই পড়ে না। 

একারণে সবারই নিজস্ব কৌশলে সামনে চলার পথ খুঁজে নিতে হবে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ