সপ্তাহে কতবার সহবাব করা স্বাস্থের ক্ষতি হয় না?
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

সহবাসের আগে আপনার ইচ্ছা যাইই হোকনা কেন, সহবাস শুরু করলে নিজের কামের দিকে কিন্তু আকাঙখা থাকেনা।(জোরপুর্বক বিষয়গুলো বাদে) অধিকাংশ মনযোগ থাকে আপনার সঙ্গী কতটুকু খুশি হবে সেই দিকে। কাজেই আপনার লিঙ্গের উপর চাপ কমে। ফলে অন্ডকোষের স্পার্ম গুলো রেডি হতে সময় পায়। প্রক্ষেপন নালী যথেষ্ট শক্তি সঞ্চয় করার সুযোগ পায়। দেহ থেকে বিভিন্ন হরমোন  ক্ষরন ভালভাবেই ঘটে। এছাড়া স্ত্রী যোনীর গঠন শিশ্নকে সঠিকভাবে গ্রহন করার জন্য, স্ত্রী হরমোন আপনার শিশ্নকে এক প্রকার জৈবিক মেডিটেশন প্রদান করে। তাই ক্ষতি হয়না। অপরদিকে আপনি হস্তমৈথুন করার সময় কিন্তু আপনার মনযোগ পুরাটাই থাকে নিজ কামের দিকে। কতটুকু কি করলে নিজের ভাল লাগবে সেদিকেই মনযোগ থাকে, আপনার উদ্দেশ্যই নিজের তৃপ্তি তাই তৃপ্তি পেতে দ্রুত কর্ম করার প্রবণতা থাকে। এছাড়া হাত বা অন্য কোন সহায়ক কিছু শিশ্নের জন্য উপযুক্ত নয়। তা থেকে হরমোন ক্ষরনও হয়না। এটি সলিড স্টেট। যেহেতু তৃপ্তি মেটানোই উদ্দেশ্য তাই তৃপ্তি পেতে যা করার তাই করেন তাই কর্মগুলো দ্রুত হয় ফলে অন্ডকোষের স্পার্ম, প্রেক্ষপন নালী রেডি হতে পারেনা। অপরদিকে হরমোন গ্রন্থি হরমান ক্ষরন করেও পারেনা। এর ফলে ইমমেচিউর বীর্যপাত ঘটে তাই শরীরের ক্ষতি হয়। আবার হস্তমৈথুন হচ্ছে জোরপুর্বক অবস্থা যাতে উৎপাদনশীল কোষগুলো ক্ষতিগ্রস্থ হয়। তাই এটি ক্ষতি কর। আপনি বিভিন্ন বৈজ্ঞানিক রিপোর্টের কথা বলতে পারেন যা বলে ক্ষতিকর নয়। কিন্তু সেই রিপোর্ট আপনি পুরাপুরি মানেন কি? যেমন ধরুন, ভিটামিন সি দেহের জন্য খুবই ভাল। এখন আপনি প্রতিদিন ১০টা করে খাওয়া শুরু করলেন। দুদিন পর দেখবেন আপনার অবস্থা কেমন? বড় বাইরে ছোট বাইরে শুরু হয়ে যাবে। ঠিক তেমনি অনলাইনে অনেকেই রিপোর্ট গুলো পড়ে ক্ষতি হয়না কে গ্রহন করে কিন্তু শর্তগুলো বেমালুম মেরে যায়। যদি আপনি মাসে একবার এবং ন্যাচারাল যে স্পিড সেই স্পিডে করেন তবে ক্ষতির মাত্রা খুবই কম যা ধরা হয়না। কিন্তু সমস্যা হল কোন ব্যক্তি এমন ভাবে করেননা, কারন এটি করার উদ্দেশ্যই থাকে তৃপ্তি প্রাপ্তি তাই সে দ্রুতই খুজে চলে, যা সর্বনাশ ডেকে আনে। ধর্মীয় দিক বলছিনা কিন্তু মানবিক দিক দিয়েও আপনি এটি,করে অন্যায় করছেন। আপনি যেমন চান একজন ভালো মেয়ে বউ(যে এসব করেনা) আপনি বলবেন এটা আপনার অধিকার।  তাহলে মেয়েদেরও অধিকার আপনার অঙ্গগুলো তাদের জন্য সংরক্ষন করা। আমি আর উপদেশ দিলাম না। বিবেকের কাছেই উপদেশ পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ