এখন উত্তর দেন। এখন কম করে দিয়েছি।

MYCOFREE 250, FEXO TM 180, DOXIN 100, FENOFEX 180 mg.

আর FEXO TM 180 ও FENOFEX 180 mg এটা কি একই ঔষধ? মানে একই উপাদান দিয়ে তৈরি। এটাও জানান প্লিজ।

শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

*MYCOFREN 250: এটি খোসপাঁচড়া ও দাদ রোগের চিকিৎসায় প্রদান করা হয়। সাইড ইফেক্ট হিসেবে শারীরিক প্রদান ও মাথা ব্যথা হতে পারে।দাম সম্ভবত ৪০০টাকা। FEXO TM 180:এলার্জির চিকিৎসা,সর্দি কাশিতে ব্যবহৃত হয়। স্কিনে সমস্যা দেখা দিতে পারে সাইড ইফেক্ট হিসেবে। দাম সম্ভবত একটি  ১০ টাকা, +/- DOXIN 100:এটিও সর্দি কাশিতে,ম্যালেরিয়াতে,সাইনোসাইটিসের চিকিৎসায়য়,শারীরিক প্রদাহতে প্রদানন করা হয়। মাথা ঘোরা,বমি ভাব এটির সাইড ইফেক্ট।  এটির দাম প্রতি পিস ৩ টাকা। FENOFEX 180 mg: চামড়ার প্রদাহ,এলার্জি জনিত সমস্যায় এটি দেয়া হয়। এর সাইড ইফেক্ট হল এর কাজের ঠিক বিপরীত। দাম ১০ টাকার কম বা বেশি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ