প্লিজ এই ঔষধগুলোর কাজ/ উপকারিতা, পার্শপ্রতিক্রিয়া ও ঔষদের মূল্য জানান TRIDOSIL 500, CLINDAX - B GEL, GM - 60 FACEWASH
Share with your friends
RushaIslam

Call

Tridosil এটি একটি অ্যান্টিবায়োটিক, এটি বিভিন্ন ধরণের সংক্রমণ ও প্রদাহে ব্যবহৃত হয় যেমনঃ নাক, কান গলার সংক্রমণ/টলসিল, সাইনোসাইটিস, নিউমোনিয়া/শ্বাসনালির সংক্রমণ, বৃক্ক, মূত্রনালী মূত্রথলির সংক্রমণ, পেটের সংক্রমণ/ডায়রিয়া, গনোরিয়া,জ্বর, ত্বকের সংক্রমণ, বিভিন্ন ধরণের যৌন সংক্রমণে ব্যবহৃত হয়। সাইড ইফেক্টঃ বমি বমি ভাব, পেট ব্যথা, চুলকানি, মাথা ঘোরা, নার্ভাসনেস, ঘুমের সমস্যা ইত্যাদি। দাম এক পিস ৩৫টাকা। CLINDAX - B GEL: এটি ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয়। দাম ১৫০টাকা প্রায়। এটির সাইড ইফেক্ট হল স্কিন খশখশে হতে পারে,প্রদাহ হতে পারে। GM - 60 FACEWASH:স্কিনের কেয়ার হিসেবে,স্কিন উজ্জ্বল করতে,রোদে পোড়া স্কিন ঠিক করতে এটি ব্যবহার করা হয়। এটির তেমন সাইড ইফেক্ট নেই। তবে স্কিন রুক্ষ করতে পারে। দাম প্রায় ৮০০টাকা প্রায়।

Talk Doctor Online in Bissoy App