RushaIslam

Call

দেখুন এন্টিবায়োটিক কেবলমাত্র  ব্যাক্টেরিয়ার উপর কাজ করে এবং এটি প্রয়োগের কিছু মাত্রা রয়েছে।ক্রিটিকাল রোগের ক্ষেত্রে সেই এন্টিবায়োটিক কালচার মিডিয়ার মাধ্যমে শরীরে প্রয়োগ করা হয়।এতে ব্যাকটেরিয়া আর ছড়িয়ে যেতে পারেনা।ব্যাক্টেরিয়ার কলোনীর মধ্যে এন্টিবায়োটিক ডিস্ক রেখে আমরা দেখি কলোনীর কতটা ক্ষতি করছে৷ ক্ষতি না করলে তাকে আমরা রেজিস্টান্ট ব্যাক্টেরিয়া বলে ডিক্লেয়ার করি৷। সাধারণত লক্ষ্যমাত্রার, পরিবর্তন,অতিরিক্ত ডোজ,ব্যাকটেরিয়ারর সংশ্লেষণ বৃদ্ধি ইত্যাদি কারণে রেজিস্টান্ট হয়।এন্টিবায়োটিক যদি inadequate ডোজে পরে কিছু ব্যাক্টেরিয়া থাকবে যারা এক্সপোজার পেয়েও বেচে যাবে৷ এরা নিজেকে রেজিস্টেন্স করে গড়ে তুলার জন্য মিউটেট করবে এটাই নরমাল।হয়তো উক্ত ব্যক্তির সাথে এমন কিছুই হয়েছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ