আমি এবার HSC পরীক্ষায়  উত্তরপত্রের যে পৃষ্ঠায় রোল এবং রেজিষ্ট্রেশন নম্বর লেখে (স্যরেরা পৃষ্ঠার যে অংশটুকু ছিড়ে নিয়ে যায়) তার অপর খালি পাতায়  আধা লাইনের মতো ইংরেজি কিছু লিখে ফেলছি। এখন কি কোনো সমস্যা হবে? অবশ্য, স্যরে বলছে অপর পৃষ্ঠা কম্পিউটারের কাজে লাগেনা। সেখানে লেখা থাকলে সমস্যা নাই। কিন্তু প্রথম পাতায় ভেজাল না হলেই চলে। তবুও দুশ্চিন্তা হচ্ছে। কেউ বিস্তারিত বলেন। খুব টেনশন লাগছে। 
Share with your friends

আপনার স্যার সঠিক কথাই বলেছে। যদি OMR শিটের মূল পাতায় রোল,রেজিস্ট্রেশন,বিষয় কোড ঠিক থাকে,তাহলে অপর পৃষ্ঠায় লেখা থাকলেই সমস্যা হবে না। সুতরাং আপনার রেজাল্ট অাসবে। অযথা টেনশন করার কোন দরকার নেই।

Talk Doctor Online in Bissoy App