স্প্রিড ১ MBPS হলেই চলবে। দাম কত নিবে? প্রতি মাসে কত টাকা লাগবে? কোথায় খোঁজ করবো? বিস্তারিত বলবেন?
Share with your friends
Call

প্রথমে আপনি খোঁজ করুন আপনার এলাকায় ব্রডব্যান্ড ওয়াই-ফাই কানেকশন আছে কিনা।যদি থাকে তাহলে আপনি কানেকশন নিতে পারবেন।রাউটার বিভিন্ন দামের আছে মোটামোটি ৩ হাজারে মধ্যে নিতে পারবেন রাউটার।ব্রডব্যান্ড প্রোভাইডারের সাথে কথা বলে মাসিক বিল নির্ধারিত করতে হবে।১ mbps হলে ৬০০-৭০০ টাকাতে হয়ে যাবে তবে স্হান ভেদে একটু কম বেশি হবে।আমি যেটা বললাম এটা আমার এলাকার রেট অনুযায়ে।বাদবাকি আপনি প্রোভাইডারের সাথে কথা বলে মাসিক বিল কত স্পিড নিবেন সেগুলো খোলসা করে বলো নিবেন।

Talk Doctor Online in Bissoy App
Rubidium

Call

এটা আপনার এলাকার ওপর নির্ভরশীল।এই যেমন আমাদের এলাকায় এক  Mpps মাত্র চারশ টাকায় পাওয়া যাচ্ছে।দুই এমবিপিএস পাচশ টাকায় দিচ্ছে।এইরকম আরকি।আপনি আপনার এলাকায় খোজ নিয়ে দেখেন।

Talk Doctor Online in Bissoy App