Waruf

Call

আপনি আপনার মোবাইলের সেটিং এ যান, তারপর wifi   তে ক্লিক করুন।(আপনি সর্টকর্টভাবে প্রবেশ করলে পাবেননা। কিছু ফোনে পাওয়া যায়) তারপর উপরে ডানে ৩টা ডট চিহ্নিত অপশনে ক্লিক করে সেখান থেকে এডভান্স অপশনে যান। এডভান্স থেকে wps push button অপশনে ক্লিক করুন দেখবেন মোবাইলে এক প্রকার সার্চিং স্ক্রিন এর মত দৃশ্য দেখাচ্ছে বিশেষ করে মাঝখানে দুটো ছোট তীর চিহ্ন সার্কেল সৃষ্টি করেছে এই অবস্থায় খুব তাড়াতাড়ি মানে এক দুই মিনিটের মধ্যে রাউটারের পেছনে দেখুন ছোট একটি বাটন আছে, পাশে wps  লেখা অথবা কোন কোন রাউটারে লেখার বদলে সার্কেল তীর চিহ্ন থাকে, মোবাইলের স্ক্রিনে যেরকম চিহ্নটা দেখাচ্ছে। ঠিক সেই বাটনটিতে একবার প্রেস করুন দেখবেন ৫-১০ সেকেন্ড এর মধ্যে কানেক্ট হয়ে যাবে। পাসওয়ার্ড লাগবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ