YasinSheikh

Call

ভাই আপনার Password যদি ভুল বা Worng দেখায় তাহলে ,আপনার যে নাম্বার দিয়ে GMail Account খোলা সেই সিম টা লাগবে। আপনি Forget  password এ ক্লিক করে আপনার ইমেল টা দেন তাহলে আপনার নাম্বারে একটা G Cod যাবে ওটা দিয়ে Submit করলে নতুন password দিতে বলবে তখন নতুন password দিয়ে আবার Login করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sabbir245

Call

যদি নাম্বার দিয়ে খুলে থাকেন তাঁহলে Forget passward গেলে নাম্বার দেখতে পারবেন এবং নাম্বার ভেরিফাই কোড পাঠিয়ে রিকোভার করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RjRatul

Call

এক্ষেত্রে আপনি আপনার জিমেইল আইডি আমার জানামতে ২টি শর্তে ব্যাক পেতেে পারেন।

  • যদি আপনার অ্যাকাউন্ট এ 2nd step verification অর্থাৎ কোনো নাম্বার বা  ই মেইল অ্যাড করা থাকে তবে আপনি forgot password  দিয়ে try another way ব্যবহার    করে উক্ত mail or number দিলে কোড  চলে যাবে যেটা বসালেই আপনি আবার নিউ  পাসওয়ার্ড ইউস করতে পারবেন।
  • যদি অন্য কোনো মোবাইল বা পিসিতে উক্তমেইল অ্যাড করা থাকে তবে আপনি forgot password দিয়ে try another way ব্যবহার করে notification পাঠাবেন...যে প্লাটফর্ম এ অ্যাড করা আছে সেখানে কোড সহ নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি আপনার অ্যাকাউন্ট ব্যাক পাবেন।

অন্যথায় আমার জানামতে আপনার অ্যাকাউন্ট টি ব্যাক পাওয়া ৯৯% সম্ভব নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ