RushaIslam

Call

গুগল  প্রতিষ্ঠিত হয় ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে । গুগল প্রথম ইনকর্পোরেট হয় প্রাইভেট কোম্পানী হিসেবে ১৯৯৮ সালের ৪ই সেপ্টেম্বর এবং এর প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়া হয় ২০০৪ সালের ১৯শে আগস্ট। সেই সময় ল্যারি পেইজ, সের্গেই ব্রিন এবং এরিক স্কমিট গুগলে ২০ (২০২৪ সাল পর্যন্ত) বছেরর জন্য একসাথে কাজ করতে একমত হন। ২০০৬ সালে, কোম্পানিটি মাউন্ট ভিউতে স্থানান্তরিত হয়।সাধারণভাবে বলা যায়, গুগল এর প্রতিষ্ঠাতা মূলত দুইজন। ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন। যারা দুইজনই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করেছেন। তারা স্ট্যানফোর্ডে পড়াকালীন সার্চ ইঞ্জিন তৈরির মাধ্যমে গুগল এর যাত্রা শুরু করেন।( সুত্র:বিশ্বকোষ)

Talk Doctor Online in Bissoy App