Call
ব্লগার শিখতে হলে আপনাকে অবশ্যই কিছু তথ্য থাকতে হবে নিজের কাছে। এরপর সেই তথ্যগুলো বিশ্লেষণ করবেন নিজের মাধ্যমে মস্তিস্ককে প্রশ্ন করে।কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন নাকি  এ টু জেড দিবেন সেটা আপনার ব্যাপার তো যা বলছিলাম - শুধু যে বিষয়ে লিখবেন সে বিষয়ে জ্ঞান থাকলেই হলো আর কিছু নয়।



ব্লগ লেখা কোন কঠিন ব্যাপার নয় আপনি প্রথমে সাইবার বি এন ডট কম এ যান। এরপর রেজিস্ট্রেশন করে নিন। করার পরে ইমেইল পাবেন। ইমেইলের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টি একটিভ করতে পারবেন। অ্যাক্টিভ করা হলে নতুন পোস্ট টে ক্লিক করবেন নেভিগেশন বারে গিয়ে। কাজ হলে তারপরে আপনি ডেসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে দিবেন এবং পোস্ট এর টাইটেল  দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। ক্যাটাগরিতে ক্লিক করে ক্যাটাগরি দিয়ে তারপরে সাবমিট এ ক্লিক করবেন। আপনি যদি অথর না থাকেন তবে অথর হয়ে যাবেন ভালো মানের পোষ্ট হলে এবং কনট্রি হতেল থাকলে অনুমোদন চাইবে। আশা করি সাহায্য করতে পেরেছি ধন্যবাদ সাথেই থাকুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
morshed1068

Call

লিখতে চাইলে আগে পড়তে হবে, জানতে হবে। অন্যের লেখা পড়ুন, তারপর লিখতে বসুন। itolbitol.com এ লিখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ