বুকের বাম পাশে ব্যথা করে
Share with your friends
Call

বাংলায় একে উদ্বেগ রোগ বলে। বর্তমান ধারণা অনুযায়ী, জিন এবং ব্যক্তিগত অভিজ্ঞতার জটিল পারস্পরিক ক্রিয়ার ফলে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ও কর্মক্ষমতার বিপর্যয় ঘটলে মানসিক রোগ বা উদ্বেগ দেখা দিতে পারে।উদ্বেগ বা ভয় যা স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে তাকে উদ্বেগ ব্যাধি হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে।  অন্যান্য আবেগপূর্ণ (আবেগ / মেজাজ) প্রসেসগুলিও ব্যাধি হিসেবে মনে করা যেতে পারে । মানসিক ব্যাধি ফোভিয়ার তীব্র এবং টেকসই বিষণ্ণতা, বিষাদ, অথবা হতাশার সাথে জড়িত যা প্রধান বিষণ্ণতা (এছাড়াও ইউনিপোলার বা ক্লিনিকাল বিষণ্ণতা নামে পরিচিত) হিসাবে পরিচিত হয় । Milder কিন্তু দীর্ঘায়িত বিষণ্ণতাকে যেমন dysthymia হিসেবে ধরা যেতে পারে । বাইপোলার ব্যাধি (যা খেদোন্মত্ত বিষণ্ণতা নামে পরিচিত) অস্বাভাবিক "উচ্চ" বা চাপ মেজাজ যা mania or hypomania যা স্বাভাবিক বা অবনমিত মেজাজের সঙ্গে পর্যায়ক্রমে জড়িত। ইউনিপোলার ও বাইপোলার মুড স্বতন্ত্র বিভাগ প্রতিনিধিত্ব করে । কিছু বৈজ্ঞানিক বিতর্ক সাপেক্ষে তাদের মিশ্রিত করা বা মেজাজ বর্ণালী বরাবর একত্রীকরণ করা যায়

Talk Doctor Online in Bissoy App