রুচির জন্য এক ফাইল পিউটন সিরাপ শেষ করার পর পর এক ফাইল রুচিট্যাব খেয়েছিলাম।তখন অনেক বেশী খেতে পারতাম।শরীর ও মোটা হয়ে গিয়েছিল,এই গুলো খাওয়া বন্ধ করার পর এখন অল্প খেলেই বমি ভাব আসে,পেটের ক্ষুধা পেটেই থেকে যায়।আমার শরীর আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে।আমি এখন কি ঔষধ খেলে আবার আগের মত খেতে পারব?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মোটা হওয়ার জন্যকোন ওষুধ নেই। আর আপনি যে পিউটন এর কথা বলছেন সেটি খাওয়া ঠিক হয়নি। একবার ভাবুন আপনি এক প্লেট খেতে পারেন। সেখানে পিউটন সিরাপ খাওয়ার পরে ৩ প্লেট খেতে পারবেন ওবং ৩ বেলার যায়গায় ৫ বেলাও খেতে পারবেন। এটা কি নরমাল ভাবে সাভাবিক? কখনোই সাভাবিক না। এই সব মোটা হওয়ার ওষুধ খেলে কিডনি সহ বিভিন্ন অসুখ হতে পারে। আর আপনি যত দিন খাবেন তত দিন মোটা হবেন খাওয়া বাত দিলে আবার আগের মত শুকিয়ে যাবেন। তাই এই সব মোটা হওয়ার ওষুধ থেকে বিরত থাকুন। আর আপনার এই সমস্যার জন্য ডাক্তার দেখান। নিজের মত করে ফারমেসিতে বলে ওষুধ এনে খাবেন না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি মুখের রুচির জন্য সিনকারা সিরাপ খেতে পারেন। 

তাছাড়া আমলকি, ভিটামিন C যুক্ত ফল খেতে পারেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

বমি ভাব দূর করার জন্যে নিচের কিছু কাজ করুন - - খাবার আদা লবণ দিয়ে চিবিয়ে খান। আদা মুখের রুচি বৃদ্ধি করে। - খাবারের সাথে লেবু ও কাঁচামরিচ খেতে পারেন এতে বমি প্রতিরোধ হবে। - সকালে উঠে মেথি ভেজানো জল পান করুন এতে হজম শক্তি বৃদ্ধি ও অরুচি দূর হয়। - দারুচিনি পানিতে ভিজিয়ে সেই পানিতে ভিজিয়ে দারুচিনি খেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

লবণ দিয়ে আদা চিবিয়ে খান  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ