বয়স ৭ বছর।  আজ দুইদিন হাম হয়েছে । খুব চুলকাইতেছে। সারা শরীর ব্যথা। গায়ে জ্বর ১০২. এখন কি ঔষধ খেতে পারি প্লিজ বলবেন 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হাম একটি মারাত্নক রোগ। 

তাই হাম হলে অতি দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।
হাম হলে:
  • রোগী কে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। এটি ছোঁয়াচে রোগ তাই অন্যদের কাছ থেকে আলাদা করে রাখতে হবে।
  • যতদিন জ্বর থাকবে রোগীকে তরল খাবার বেশি করে খেতে দিতে হবে।
  • জ্বর বেড়ে গেলে প্যারাসিটামল ট্যাবলেট / সিরাপ বয়স ও ওজন অনুসারে দিতে হবে।
  • চুলকানির জন্য এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ বয়স ও ওজন অনুযায়ী দিতে হবে।
  • হাম হয়ে যাওয়ার পরই রোগীকে উচ্চ ক্ষমতাসম্পন্ন Vitamin A ক্যাপসুল ২ দিন খাওয়াতে হবে ১ টি করে।
যাহোক, আপনি প্রশ্ন করেছেন ০৬ তারিখে। আজ হলো ০৮ তারিখ ।
রোগীর বর্তমান অবস্থা জানাতে পারবেন কি?

গুরুত্বপূর্ণ একটি কথা:
হামের টিকা খুব কার্যকর।
শিশুর ৯ মাস বয়স পূর্ণ হলে টিকা কেন্দ্রে গিয়ে হামের টিকা দিতে হবে।
একবার হাম হলে বা হামের টিকা নিলে জীবনে হাম হবার সম্ভাবনা নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ