যেহেতু আপনার মায়ের শরীর ব‍্যথা করছে এবং শরীরে অনেক জ্বর, সেহেতু আপনার উচিত একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার মায়ের চিকিৎসা করানো। আপনার মাকে কালোজিরার ভর্তা ও রসুনের ভর্তা দিয়ে ভাত খেতে বলবেন। কেননা, পবিত্র হাদীসে কালোজিরাকে মৃত‍্যু ব‍্যতীত সকল রোগের মহৌষধ বলা হয়েছে। আর গবেষণা বলে, রসুন ও কালোজিরা শরীরের জ্বরও কমায়। একজন ভালো ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনার মায়ের চিকিৎসা করালে, আশা করি আপনার মা খুব শ্রীঘ্রই সুস্থ হয়ে যাবে ইন শা আল্লাহ। ধন‍্যবাদ।