বিজ্ঞান বিভাগ থেকে Dakhil পরিক্ষা দিলাম। তো আমি বিজ্ঞানের তিনটা বিষয় একবারেই পারি না বললে চলে।তো ইন্টারে কোন বিভাগে পড়লে ভালো হবে? বিজ্ঞান ,মানবিক, নাকি কমার্স?
Share with your friends

আপনার কথা থেকে যা বুঝলাম তাতে আপনাকে আমি বলব, আপনি মানবিক নিয়ে পড়ুন। বিজ্ঞান বা কমার্স থেকে মানবিক অনেক সহজ।

Talk Doctor Online in Bissoy App

আপনার কথাতে বুঝা যাচ্ছে যে, আপনার মানবিক নিয়ে পড়া উচিত।তাতে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন।এবং পরবর্তীতে ভার্সিটিতে চান্স নিতে ঝামেলা থাকবে না।আশানূরুপ সাবজেক্ট পেতে পারেন।ধন্যবাদ....

Talk Doctor Online in Bissoy App

কোন বিষয়ে পড়বেন সেটা আপনি ভবিষ্যতে কী হবেন তার উপর নিভর করছে। আপনি যদি ব্যবসা করতে চান তাহলে কমাস অথবা মানবিক লাইনে কিছু করতে চাইলে মানবিক বিষয়ে পড়তে পারেন। কিন্তু আপনি বিজ্ঞানে দুবল, সেক্ষেত্রে আপনার বিজ্ঞান না নেওয়াটাই ভালো। আপনি কমাস পড়তে পারেন। যদি এটাও কঠিন মনে হয় তাহলে মানবিকে পড়তে পারেন। তবে সব বিষয় থেকেই জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।

Talk Doctor Online in Bissoy App

সাইন্স হলো বোঝার বিষয়।আর আর্স হল মখস্থ করার বিষয়।যদি আপনি সাইন্স না বোঝেন আর যদি মুলস্থ করতে পারেন তাহলে আর্স নিবেন কারণ আপনার তো এ+ পেতে হবে তাই না? আর কমার্স তো আমার কাছে আতো টা ভাল লাগে না।সুতরাং আপনি যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনি আর্য নিএ নিন

Talk Doctor Online in Bissoy App