আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ হিসাব বিজ্ঞান বিভাগে পড়ি ১ম বর্ষে। আমার ইদানিং পড়ায় মন বসে না। সারাক্ষন মোবাইল ফেসবুকিং নিয়ে ব্যাস্ত থাকি। কিভাবে এ বদ অভ্যেস ত্যাগ করে, পড়াশুনায় মন দিবো?
শেয়ার করুন বন্ধুর সাথে
Ronu

Call
আপনি নিচের কিছু কাজ করুন -
• নিজের মনকে শান্ত করুন।
• আপনার কঠিন বিষয় প্রথমে চর্চা করুন।
• সবসময় না পড়ে একটি রুটিন তৈরি করুন।
• রুটিনে আপনার নিজস্ব কর্মকান্ড যোগ করুন।
• রুটিন অনুসারে চলুন।
• লক্ষ্য নিয়ে পড়ুন।
• পড়াশোনার সময় অবাঞ্চিত জিনিস হাতের কাছে রাখবেন না।
• অপ্রোয়জনে মোবাইল ব্যবহার করবেন না।
• নিজেকে সব বিষয়ে প্রস্তুত করুন।
• অবাঞ্চিত সময় অপচয় করা থেকে বিরত থাকুন এবং যোগব্যায়াম করুন।
• অধিক রাত্রে পড়াশোনা না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং সকালে আপনার পড়া শেষ করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ